ঢাকাশুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৯
আজকের সর্বশেষ সবখবর

“বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য সহ আসামি গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ২৩, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
পঠিত: 20 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২২ এপ্রিল ২০২৫ ইং তারিখে উপপরিচালক জনাব মোঃ জিললুর রহমান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী এর সহকারী পরিচালক জনাব রীফা রাওনাক নীতু, পরিদর্শক জনাব পারভীন আক্তার, উপ-পরিদর্শক জনাব মোঃ মোসাদ্দেক হোসেন, উপ-পরিদর্শক জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী উপ-পরিদর্শক জনাব মুহাম্মদ শহীদুল ইসলাম আকন্দ, সহকারী উপ-পরিদর্শক জনাব মোঃ বায়েজিদ হোসেন, সহকারী উপ-পরিদর্শক জনাব মোঃ শাহজাহান আলী, সিপাই জনাব হাবিবা খাতুন, সিপাই জনাব মোঃ বরকত ইসলাম ইমন, সিপাই জনাব মোঃ মাসুদ রানা, গাড়ী চালক জনাব মোঃ মুনসুর রহমান এবং ৪০ ই বেঙ্গল রাজশাহী এর লেফটেন্যান্ট আবু সাদাত মোঃ সায়েম সহ ২৪ জন সেনাবাহিনী সদস্য এর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগীতায় সরকারি গাড়ী যোগে রাজশাহী জেলার গোদগাড়ী থানাধীন মাদারপুর এলাকাস্থ আসামী মোঃ তারেক হোসেন (৩৬) এর নিজ দখলীয় দ্বিতলা বিল্ডিং বসতবাড়ি সময় সকাল ০৮:০০ টার সময় ঘেরাও কালে আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেইডিং টীমের সহায়তায় মোঃ তারেক হোসেনকে টাকার ব্যাগসহ আটক করা হয়। উক্ত আটককৃত মোঃ তারেক হোসেন (৩৬) কে সঙ্গে নিয়ে উক্ত আসামীর নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় যে, গোদাগাড়ী থানাধীন তিরিন্দা ভাজানপুর গ্রামে তাঁর নিজস্ব একটি মার্কেট এবং গরুর খামার আছে এবং সেখানে সে পূর্বে হেরোইন ব্যবসা করত মর্মে স্বীকার করে।

তখন তার কথাবার্তা অসংলগ্ন পরিলক্ষিত হওয়ায় মোঃ তারেক হোসেন (৩৬) এবং সাক্ষীদের সাথে নিয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন তিরিন্দা ভাজানপুর গ্রামস্থ তাঁর নিজ মালিকানাধীন পশ্চিম দুয়ারী ৬ কক্ষ বিশিষ্ট মার্কেট ও গরুর খামার সময় সকাল ০৯:৩০ মিনিটের সময় তল্লাশীকালে আসামী মোঃ তারেক হোসেন (৩৬) এর নিজ দখলীয় মার্কেটের দক্ষিণ পার্শ্বের সর্বশেষ কক্ষের (স্টোর রুম) ভিতরে গম এবং ভুট্টার বস্তার আড়ালে লুকায়িত অবস্থায় একটি সাদা প্লাষ্টিক বস্তার ভিতরে অবৈধ মাদকদ্রব্য বাদামী বর্ণের হেরোইন ৮ টি পলি প্যাকেটের মধ্যে প্রতি প্যাকেটে ৫০০ গ্রাম করে মোট ৪০০০ গ্রাম বা ৪ কেজি এবং একই বস্তার মধ্যে ২৫ টি পলি প্যাকেটের মধ্যে প্রতি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২৫০০ গ্রাম বা ২.৫ কেজি সর্বমোট অবৈধ মাদকদ্রব্য বাদামী বর্ণের হেরোইন ৬.৫ কেজি, আসামীর ব্যবহৃত NOKIA বাটন মোবাইল ফোন ১টি। যার মডেল নং TA 1030 ও সিম ১টি, ইলেকট্রিক সীল মেশিন ১টি এবং আটক হওয়ার সময় আসামীর নিকট প্রাপ্ত একটি লাল রংয়ের টিস্যু ব্যাগের মধ্যে মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশি টাকা ১০০০ টাকার নোট ৬ বান্ডিলে ১০০০ x ৬=৬০০০০০ টাকা এবং ৫০০ টাকার নোট ১৪ বান্ডিলে ৫০০ x ১৪=৭০০০০০ টাকা মোট ১৩০০০০০/- টাকা উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনাস্থলে আসামী মোঃ তারেক হোসেন (৩৬) কে গ্রেফতার করা হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য হোতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা নিয়ে অধিকতর অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য এই চক্রের অন্যান্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে যে কোন সময় অভিযান পরিচালনা করা হবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় উপপরিচালক জনাব মোহা; জিললুর রহমান বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। অধিদপ্তরের উতিহাসে এযাবতকালের সববৃহৎ হেরোইনের চালান এটি এবং আটককৃত আসামী হেরোইন চোরাচালানের নিয়ন্ত্রক বা গডফাদার। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সম্মানিত সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।