প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আমরা যারা বিচার বিভাগে আছি, তাদের একটাই লক্ষ্য। তা হলো, এ দেশের মানুষের বিচারিক সেবা নিশ্চিত করা। আমাদের আদালতগুলোতে অনেক মামলা জমে গেছে।
এই মামলার জট যেভাবেই হোক ছাড়াতে হবে। অন্যথায় দেশের মানুষ বিচারিক সেবা থেকে বঞ্চিত হবে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, আমরা রক্ত দিয়ে ১৯৭১ সালে এই দেশ স্বাধীন করেছি। সেই ইতিহাস সবাই জানেন। আমরা যদি এভাবে এই ভূখণ্ডকে স্বাধীন করতে পারি, তাহলে কেন এই মামলা জটের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারব না। ইনশাআল্লাহ আমরা জয়ী হব।
এ সময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্টার মো. সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্টার (বিচার) এসকে এম তোফায়েল হাসান এবং প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আরিফুল ইসলাম।