ঢাকাশুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২০
আজকের সর্বশেষ সবখবর

আল্লু অর্জুনের বাড়িতে হামলা: ৮ জন আটক

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২৩, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

‘পুষ্পা ২’ সিনেমার কারণে বেশ বিড়ম্বনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। ইতোমধ্যে তাকে জেলে যেতে হয়েছে। এবার হামলা ও ভাঙচুরের শিকার হলো তার বাড়ি। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একদল মানুষ আল্লু অর্জুনের বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন। কেউ বাড়ির পাঁচিলে উঠে ঢিল ছুঁড়ছেন ভেতরে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। জানা যায়, হামলাকারীরা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্য।

রোববার (২৩ ডিসেম্বর) হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত আল্লু অর্জুনের বাড়িতে এই হামলার পর, তার বাবা আল্লু অরবিন্দ গণমাধ্যমকে জানান যে, হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। হামলার সময় পরিবারের দুই সদস্য ও সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠানো হয় বলে জানান তিনি।

আল্লু অরবিন্দ আরও বলেন, “আমাদের বাড়িতে কী ঘটেছে তা সবাই দেখেছে। এখন সময় এসেছে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়ার। এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া জানানো সঠিক নয়। পুলিশ ইতোমধ্যে দোষীদের গ্রেফতার করেছে।”

এর আগে ৪ ডিসেম্বর হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে ভক্তদের ভিড়ে পদদলিত হয়ে রেবতী নামে এক নারীর মৃত্যু হয়। ওই ঘটনায় আল্লু অর্জুনের নামে মামলা হয়। ১৩ ডিসেম্বর তাকে জুবিলি হিলসের বাড়ি থেকে গ্রেফতার করা হলেও, একই দিন হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।