ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৩
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

সত্যের কন্ঠ
নভেম্বর ২০, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
পঠিত: 4 বার
Link Copied!

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা এবং অবৈধ বসতি নির্মাণের অভিযোগে যুক্তরাষ্ট্র একটি ইসরাইলি বসতি স্থাপনকারী সংস্থা, আমানার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় ১৮ নভেম্বর, সোমবার এ নিষেধাজ্ঞা ঘোষণা করে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমানার বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারীদের সহায়তা ও নিরাপত্তা দেওয়া, পশ্চিম তীরের জমি দখল করা এবং উগ্র বসতি স্থাপনকারীদের প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।

যে নির্মাণ প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি আমানার সঙ্গে সম্পৃক্ত। প্রতিষ্ঠানটির নাম *বিনায়ানেইবার আমানা*, যা দখলকৃত জমিতে ভবন নির্মাণ করে তা ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে বিক্রি করত।

এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে কোনো মার্কিন নাগরিক বা বাসিন্দা আমানা এবং *বিনায়ানেইবার আমানা*র সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবেন না। পাশাপাশি, এ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না এবং তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তি জব্দ থাকবে।

*ওয়াশিংটন পোস্ট* এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম তীরে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে গত সপ্তাহে *বিনায়ানেইবার আমানা* এবং ইসরাইলি মন্ত্রিসভার দুই সদস্যের ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের প্রায় ৯০ জন আইন প্রণেতা।

বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, আইন প্রণেতাদের ওই আহ্বান বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইসরাইলি মন্ত্রিসভার ওই দুই সদস্যের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।