ঢাকাশনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:১০
আজকের সর্বশেষ সবখবর

ইসলাম বিদ্বেষী যেকোনও প্রস্তাব বাতিলের দাবি খেলাফত মজলিসের

সত্যের কন্ঠ
এপ্রিল ২৫, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
পঠিত: 1 বার
Link Copied!

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন বাতিলসহ ইসলাম বিদ্বেষী যেকোন প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জু’মা জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস।

দলটির আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবি সমূহ ইসলামবিদ্বেষী। তাই কমিশনের প্রতিবেদনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

এছাড়া ভারতে চলমান মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, মুসলিম নির্যাতন বন্ধ না হলে সারাদেশে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়া হবে। পরে দলটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যা বায়তুল মোকাররম থেকে শুরু করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।