ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৭
আজকের সর্বশেষ সবখবর

এডওয়ার্ড কলেজ ছাত্রদলের কাউন্সিলের দায়িত্বে ইবি ছাত্রদলের তিন নেতা 

সত্যের কন্ঠ
এপ্রিল ১৯, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
পঠিত: 3 বার
Link Copied!

মানিক হোসেন, ইবি:

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের কাউন্সিলের দায়িত্ব পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের তিন নেতা। এতে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন এবং পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ।

 

শুক্রবার (১৮এপ্রিল) পাবনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: সংগ্রাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আল-মামুন ও রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠু।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং পাবনার টিম প্রধান ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। এছাড়াও উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, মোকছেদুল মোমিন মিথুন, পাবনা জেলা শাখা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রিন্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।