ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৬
আজকের সর্বশেষ সবখবর

কবিতা: চমৎকার (লেখকঃ মহসিন আলম মুহিন)

সত্যের কন্ঠ
নভেম্বর ১৭, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
পঠিত: 23 বার
Link Copied!

চমৎকার 
(মহসিন আলম মুহিন)
বিস্ময়কর, অদ্ভুত, অপরূপ, চমকপদ, মনোরম, মনোহর,
এগুলোর মাঝেই দীপ্ত ও প্রকাশিত হয় শব্দ-চমৎকার।।
চাওয়া থেকে পাওয়া, আসা আর যাওয়া ভিন্ন কারবার,
রোদের পর ছায়া, কষ্টের পর পাওয়া, খুব মজাদার।।
হতাশা হলে দূর, আশায় ভরপুর, লাগে যে চমৎকার,
দূর হলে আঁধার, আসে আলোর জোয়ার, চটকদার।।
আমল নয় কাঁচা, পাপ থেকে বাঁচা, সুন্দর হবে পরপার,
মানুষকে মায়া, নিজে কম চাওয়া, রূপ হোক মমতার।।
মুর্খতা ঠেলে, জ্ঞানের দ্বীপ জ্বেলে, হলে নতুন সংস্কার,
সুখ শান্তি হবে, সকলে সুখ পাবে, এ হবে বড় পুরস্কার।।
পরিস্কার মন থাকা, আগামীর স্বপ্ন ছবি আঁকা- চমৎকার,
সরল পথ খুঁজি, জীবনের মানে বুঝি বারংবার-চমৎকার।।
রবের পথে চলা, কোরআনের কথা বলা, মানা-চমৎকার,
নবীর আদর্শ বুকে, মধুরবাণী মুখে, মানুষের উপকার করা-চমৎকার।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।