ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৯
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে আটার মিলে তৈরী হচ্ছে পশুখাদ্য

সত্যের কন্ঠ
জুলাই ২৪, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
পঠিত: 220 বার
Link Copied!

পশু খাদ্যে মেশানো হয় কাঠের গুড়া,ধানের কূড়া ও নিম্নমানের গমের ছাল। বস্তার গায়ে লেখা থাকে ১নং গমের ভূমি।

কুষ্টিয়ার কুমারখালী আলাউদ্দিন নগরে একটি আটার মিলে ভেজাল ও মানহীন পশু খাদ্য তৈরি করছে। এসব খাদ্যে প্রয়োজনীয় উপকরণের সঙ্গে মেশানো হচ্ছে মেয়াদ উর্ত্তীণ আটা, কাঠের গুড়া,ধানের কূড়া আর অবৈধভাবে ইন্ডিয়া থেকে আনা গমের ছাল। পরে নামিদামি কম্পানির সিল দেওয়া বস্তায় ভরে বাজারজাত করা হচ্ছে। ফলে ভেজাল খাদ্য খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশু।

উপজেলার আলাউদ্দিন নগরে এ রকম কারখানার সন্ধান পাওয়া গেলেও তা বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

গত ২০ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আলাউদ্দিন নগর স্বপ্ন অটো ফ্লাওয়ার মিলস্ নামক কারখানায় পশু খাদ্য তৈরি হচ্ছে গমের ছালে মেশানো হচ্ছে কাঠের গুড়া, ধানের কূড়া ও মেয়াদোত্তীর্ণ আটা। পরে তা গাভী মার্কার বস্তায় ভরে বাজারজাত করা হচ্ছে। শুধু তাইনা, অবৈধ পথে ইন্ডিয়া থেকে আনা নিম্নমানের গমের ভূসির সাথে মিশিয়ে বাজারজাত করছে।

এভাবে তাঁরা দ্বিগুণ লাভ করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন। ফলে তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকা সৎ ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে পড়েছে।

ভূক্তভোগীরা জানান, যেকোনো পশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করতে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হয়। এ ছাড়া কারখানা স্থাপনে পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য দপ্তরেরও অনুমোদন লাগে।

কিন্তু অসাধু ব্যবসায়ীরা এসব নিয়ম-নীতি মানছেন না। তাঁদের কারণে এলাকার পশুসম্পদ ধ্বংসের মুখোমুখি।

এব্যাপারে স্বপ্ন অটো ফ্লাওয়ার মিলের পরিচালক মোঃ সবুজ হোসেন মুন্সীকে না পেয়ে মুঠোফোনে জানতে চাইলে,তিনি বলেন,পশুখাদ্য তৈরি প্রয়োজনীয় কাগজপত্র সবই আমার আছে। আমি বাহিরে আছি সন্ধ্যায় আপনাদের অফিসে গিয়ে দেখায়ে আসছি। এযাবৎ কালে তিনি তার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেন নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।