ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৬
আজকের সর্বশেষ সবখবর

চালু হতে যাচ্ছে বহুল আলোচিত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি

সত্যের কন্ঠ
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
পঠিত: 911 বার
Link Copied!

সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার লালমনিরহাট:

আজ ১১-০২-২০২৪ইং লালমনিরহাট জেলার রেলওয়ের বহুল আলোচিত বুড়িমারী এক্সপ্রেস নামে, যে ট্রেনটি চালু হওয়ার কথা ছিল সেই ট্রেনটি আগামী ১৮ তারিখ হতে উদ্বোধন করা হবে বুড়িমারী রেলওয়ে স্টেশন হইতে,

লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশনে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট কর্তৃক পরিদর্শন করেন,

অদ্য ১২৩০-১৪০০ ঘ. পর্যন্ত লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশনে ‘বুড়িমারী এক্সপ্রেস’ (বুড়িমারী-ঢাকা) ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি উপলক্ষে জনাব মোঃ আব্দুস সালাম (বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট) পরিদর্শন করেন।

উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেনঃ

জনাব আব্দুল্লাহ আল-মামুন (বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট),

পূর্ণেন্দু দেব (বিভাগীয় এস্টেট অফিসার, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট),

আহসান হাবিব (বিভাগীয় ইঞ্জিনিয়ার, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট) মোঃ নূর আলম (স্টেশন মাস্টার, বুড়িমারী রেলওয়ে স্টেশন) মোঃ তাহাজুল ইসলাম মিঠু (চেয়ারম্যান, বুড়িমারী ইউনিয়ন ও সভাপতি, বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগ) মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন সাধারণ সম্পাদক বুড়িমারী ইউনিয়ন পাটগ্রাম, মোঃ হিমন প্রধান, সাদ্দাম হোসেন, মারুফ ইকবাল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

জানা যায়, আগামী ১৮-০২-২০২৪ তারিখে ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

 

বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেন জনাব আব্দুল্লাহ আল-মামুন (বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট),

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।