আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
জামায়াতকে হেয় প্রতিপন্ন করতে যশোরের রূপদিয়া অন্যের জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তোলা ১৪টি খুপড়ি ঘর ভাঙচুর করা হয়েছে।’
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের নেতারা এই দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা কমিটির সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, দফতর সম্পাদক নূর-ই- আলা নূর মামুন, জেলার সাবেক ছাত্রনেতা আবুল কাশেম, আলমগীর হোসেনসহ স্থানীয় পর্যায়ের নেতারা।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার রূপদিয়া মধ্যপাড়ায় দরিদ্র ১৪টি পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত রবিবার সকালে দেশি অস্ত্রশস্ত্রসহ দুই ঘণ্টা ধরে এ হামলা চালানো হয়।
জামায়াতের জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল লিখিত বক্তব্যে বলেন, ‘গত রবিবার (১৩ এপ্রিল) যশোর সদর উপজেলার রূপদিয়া মধ্যপাড়ায় ১৪টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে জামায়াতে ইসলামীকে জড়িয়ে রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের জামায়াত নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। মূল অভিযুক্ত খবির খাঁ প্রকৃতপক্ষে জামায়াতের কোনও দায়িত্বশীল বা নেতা নন। ভাঙচুরের যে ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে তা তাদের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ঘটেছে। জামায়াতের কোনও নেতা বা কর্মীর এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে জামায়াতকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুযোগসন্ধানী একটি মহল অপপ্রচার চালাচ্ছে।