ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিষয়ে আন্তরিক মনোভাব পোষণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনটাই জানিয়েছেন উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। তিনি উল্লেখ করেছেন যে, সকল ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে একটি রোডম্যাপ তৈরি করা হবে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।
ভিসি বলেন, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ছাত্র সংগঠনের মধ্যে সমঝোতা প্রয়োজন। এ লক্ষ্যে কয়েকটি কমিটি কাজ করছে। তিনি আরও জানান, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ড. নিয়াজ আহমদ জানান, এ বছর আইবিএর ১২০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১০ হাজার ২৭৮ জন। প্রতিযোগিতামূলক এ পরীক্ষার ফলাফল আগামী ১৫ জানুয়ারি ঘোষণা করা হবে। ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, গতকাল রাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শিক্ষার্থীরা আরও বলেন, ডাকসু নির্বাচন বানচাল করার চেষ্টায় একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তবে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় তারা প্রস্তুত।