ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩০
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা আসছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সত্যের কন্ঠ
নভেম্বর ১৫, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ
পঠিত: 9 বার
Link Copied!

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সংসদীয় প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট ১৬ ও ১৭ নভেম্বর বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান যে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক, কৌশলগত এবং অভিবাসন অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক জোরদার করাই এই সফরের অন্যতম লক্ষ্য।

তৌফিক হাসান আরও বলেন যে সফরকালে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জুলাই মাসে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে (এফসিডিও) ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।

ক্যাথরিন ওয়েস্ট ২০২৪ সালের ৯ জুলাই পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসে সংসদীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

ক্যাথরিন চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থ সম্পর্কিত বিষয়াদি তত্ত্বাবধান করেন। তিনি ভারত মহাসাগর অঞ্চলে অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষ করে রপ্তানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি এবং প্রযুক্তির সম্প্রসারণ ও ব্যবহারের ওপরও নজরদারি করেন।

২০১৫ সাল থেকে ক্যাথরিন ওয়েস্ট হার্নসে ও ফ্রিয়ার্ন বার্নেট আসন থেকে লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।