ঢাকাবৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:২১
আজকের সর্বশেষ সবখবর

নিউ মিডিয়া ও শিক্ষার্থীদের ভূমিকা: গণ-আন্দোলনের নতুন অধ্যায়

সত্যের কন্ঠ
নভেম্বর ২২, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ
পঠিত: 73 বার
Link Copied!

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৮ জুলাই সকালে তারা প্রতিরোধ গড়ে তোলেন, যা আন্দোলনকে নতুন মাত্রায় পৌঁছে দেয়।

শুক্রবার (২২ নভেম্বর) দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত ‘দ্য রোল অব নিউ মিডিয়া ইন রেভ্যুলেশন অ্যান্ড রি-বিল্ডিং’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এই সেশনের আয়োজন করে এনএসইউ’র মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রাম।

প্রেস সেক্রেটারি উল্লেখ করেন, এ আন্দোলনে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অসীম সাহসিকতা দেখিয়েছেন, তবে গণমাধ্যমে এটি যথাযথভাবে উঠে আসেনি, যা আমাদের গণমাধ্যমের ব্যর্থতা। তিনি বলেন, এই আন্দোলনে ‘বাংলা ব্লকেড’ এবং ১৮ ও ৩০ জুলাই দুটি তারিখ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ এবং ৩০ জুলাই শেখ হাসিনাকে ‘লাল কার্ড’ দেখানো মূল ঘটনা। এ সবকিছুই সম্ভব হয়েছে ‘নিউ মিডিয়া’র কারণে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা মর্যাদার প্রশ্নে আন্দোলনে নামেন এবং ১৮ জুলাইয়ের প্রতিরোধ আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। তাদের ভূমিকা আন্দোলনের গতি ত্বরান্বিত করে, যা ‘নিউ মিডিয়া’র সক্রিয় ভূমিকার ফল।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের উপস্থাপক মানজুর আল মাতিন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এসে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং এনএসইউ’র গ্রুপগুলোর সাথে ছিলাম। সেখানে দেখেছি, কীভাবে ‘সিভিল ওয়ার’-এর পরিকল্পনা সাজানো হয়েছিল।”

তিনি বলেন, পতিত স্বৈরাচার জনগণকে রাস্তায় নামতে বাধ্য করেছে এবং এই আন্দোলনে ‘দ্বিমত প্রকাশের স্বাধীনতা’ গুরুত্বপূর্ণ একটি দিক হয়ে উঠেছিল। তিনি জোর দিয়ে বলেন, “আমি আমার মত প্রকাশ করব, যা অন্য কারও সাথে নাও মিলতে পারে, কিন্তু তাতে বাধা দেওয়া যাবে না।”

মানজুর আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ এবং রিকশাচালকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটি ‘নিউ মিডিয়া’র জন্যই সম্ভব হয়েছে। তিনি বলেন, “লড়াই এখনও চলছে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের এ অবস্থান ধরে রাখতে হবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির এমসিজে প্রোগ্রামের শিক্ষক ড. শরিফুল ইসলাম ইমশিয়াদ। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।