ঢাকাবৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৭
আজকের সর্বশেষ সবখবর

ফাঁকা ঢাকায় নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সত্যের কন্ঠ
মার্চ ৩০, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
পঠিত: 8 বার
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ফাঁকা ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। জনগণকে নিয়ে যেকোনো নাশকতা প্রতিরোধ করা হবে।

রোববার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের একটি দলের নেতাকর্মীরা কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জনগণের জান-মালের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় অপরাধীদের তথ্য পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, রোববার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নাশকতা কিংবা হামলার কোনো শঙ্কা নাই। যাত্রাপথের মতোই মানুষ স্বস্তির সাথে ঈদ পালন করবে। দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার কারণেই মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।