ঢাকাবৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৭
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে সামাজিক অপরাধ নির্মূলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সত্যের কন্ঠ
এপ্রিল ৮, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
পঠিত: 60 বার
Link Copied!

হারুন-উর-রশীদ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে সামাজিক অপরাধমূলক কর্মকান্ড রোধে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (৮ এপ্রিল ) বিকালে পৌর এলাকার মাঝ পাড়া মাদ্রাসা মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ মিয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুর ইসলাম তোতা, পূজা উদযাপন পরিষদের নেতা অনুপ কুমার সেন, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলী হাসান খোকা, মোশারফ হোসেন, ছাত্রনেতা সাদ আহমেদ রাজু , ছাত্রনেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, মাদক, জুয়া ও অবৈধ বালুর ব্যবসা বন্ধে পুলিশ কাজ করে যাচ্ছে।

পুলিশ বাল্য বিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যেখাইে বাল্য বিবাহ হবে সেখানেই পুলিশ একশনে যাবে। যারা বাল্য বিবাহ সংঘটিত করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। কোথাও অপরাধ হলে আমাদের তথ্য দিন পুলিশ আপনাদের পাশে থাকবে। এসময় তিনি সামাজিক অপরাধ নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

বিটি পুলিশিং সভায় ছোট ছোট সামাজিক সমস্যা দূরীকরণ এবং জুরুরী সেবা পেতে ৯৯৯ নম্বর এর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা ওই সভায় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।