ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর: কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি তরুণ টাইগাররা

সত্যের কন্ঠ
নভেম্বর ১৪, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ
পঠিত: 8 বার
Link Copied!

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দেশের ক্রিকেটের পাইপলাইনকে শক্তিশালী করতে মনোযোগ দিয়েছে বিসিবি। এর অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব-১৯, এইচপি এবং বাংলা টাইগার্সের জন্য একাধিক টুর্নামেন্ট আয়োজন করেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অনূর্ধ্ব-১৭ দল।

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের ক্রিকেটাররা। এই সফরে দলের কোচ হিসেবে থাকবেন তুষার ইমরান। সফরে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশ দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে।

আগামী ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে এই সফর শুরু হবে। সিরিজের পরবর্তী দুটি ম্যাচ হবে ২৬ এবং ২৮ নভেম্বর। এরপর ১ ডিসেম্বর প্রথম তিন দিনের ম্যাচ, এবং পরবর্তী দুটি ম্যাচ ৬ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এই সিরিজে বাংলাদেশি তরুণদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৭ দল শক্তিশালী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।