ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩১
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান ও তাদের সমস্যার কথা শোনার প্রতিশ্রুতি

সত্যের কন্ঠ
নভেম্বর ২, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
পঠিত: 20 বার
Link Copied!

টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জয় করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ফুটবলাররা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, যা লিখিত আকারে জমা দেওয়ার অনুমতি দেন প্রধান উপদেষ্টা।

শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে নারী ফুটবলারদের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে তাদের কথা শুনেছেন এবং লিখিত আকারে সমস্যাগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

এর আগে, বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, গত বুধবার (৩০ অক্টোবর) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। পরদিন বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফিরে তারা ছাদখোলা বাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আসেন, যেখানে জমকালো সংবর্ধনায় তাদের বরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।