ঢাকাবুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৯
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে ৬ মামলা হাইকোর্টে বাতিল

সত্যের কন্ঠ
নভেম্বর ১৪, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
পঠিত: 22 বার
Link Copied!

সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা ছয়টি মামলার কার্যক্রম হাইকোর্ট বাতিল করেছেন।

বুধবার (১৩ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এসব মামলার রুল শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন, যাঁর সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া ও আজমল হোসেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আইনজীবী মো. কামাল হোসেন জানান, এ্যানির বিরুদ্ধে ২০১০ সালে শাহবাগ থানায় পাঁচটি ও ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। পরবর্তীতে এসব মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করা হলে রুল জারি হয়, এবং বুধবার রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ছয়টি মামলার কার্যক্রম বাতিলের রায় প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।