ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৬
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ সমস্যা দূর হলে পানির সমস্যাও কেটে যাবে : ওয়াসার এমডি

সত্যের কন্ঠ
জুন ৮, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
পঠিত: 322 বার
Link Copied!

বিদ্যুৎ সমস্যা দূর হয়ে গেলে পানির সমস্যাও কেটে যাবে বলে মন্তব্য করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। একইসঙ্গে পানি ব্যবহারে সাশ্রয়ী হতে বলেছেন।

আজ বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর ওয়াসা ভবনে তীব্র গরম ও অনাবৃষ্টিতে পানি সরবরাহ চ্যালেঞ্জ নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ওয়াসার এমডি বলেন, ‘মাইকিং করেও পানির সমস্যা কথা জানানো হচ্ছে। পানির ব্যবহার কমানো গেলে ওয়াসার সেবা দেয়া সহজ হয়। যেসব বাড়িতে দুই দিনের পানি মজুদ রাখা হয়, সেসব এলাকায় একদিন কমিয়ে অন্য জায়গায় দেওয়ার কথা ভাবা হচ্ছে।  রানিং সময়ে পানি ব্যবহার করলে দুই গুণ বেশি পানি খরচ হয়। একটু সাশ্রয়ী হলে দুদিনের পানি তিন দিন ব্যবহার করা যায়।’

পানি ব্যবহারে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওয়াসার এমডি বলেন, ‘পানি ব্যবহারে নগরবাসীকে সচেতন হতে হবে। পানি গরম বলে ফেলে দেয়া যাবে না। রানিং পানিতে গোসল না করে বালতিতে পানি ধরে গোসল করার অনুরোধ। তাহলে অনেক পানি থাকবে এবং সেটা অন্যরা ব্যবহার করতে পারবে।’

বিদ্যুৎ সমস্যার কারণে পানি সরবরাহে অসুবিধা হচ্ছে উল্লেখ করে ওয়াসার এমডি বলেন, ‘এই মুহূর্তে স্বাভাবিক পানি সিস্টেমে ব্যাঘাত হচ্ছে। পানির প্রোডাকশন ঠিক আছে, তবে পাওয়ারে সমস্যার কারণে এই অসুবিধা নগরবাসীর হচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।