ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৯
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১৫, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ
পঠিত: 41 বার
Link Copied!

ভারতের বিপক্ষে ম্যাচ মানেই অন্যরকম আবহাওয়া। হোক সেটা জাতীয় দল কিংবা বয়সভিত্তিক পর্যায়। গত কয়েক বছরে দুই দেশের অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার লড়াই বেশ জমে উঠেছে। এবার এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল। সেখানে আরিফুল ইসলাম ও আহরার আমিনের দুর্দান্ত ব্যাটিংয়ে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের যুবারা। তবে দুজনেরই আক্ষেপ থেকে যাবে ৬ রানের জন্য।

শুক্রবার (১৫ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার যুবাদের বোলিং তোপে মাত্র ১৮৮ রান করতে সক্ষম হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান আসে মুরুগান অভিষেকের ব্যাট থেকে। ৫০ রান করেন মুশের খান। জবাবে বাংলাদেশ ৪ উইকেট ও ৪৩ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

ভারতের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে ৩৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর চতুর্থ উইকেট জুটিতে আরিফ ও আহরার ১৩৮ রানের বড় স্কোর গড়ে দলকে জয়ের পথ দেখান। তবে দলীয় ১৭২ রানে লিমবানির বলে আরিফ আউট হয়ে গেলে ভাঙে জুটি। তার আগে আরিফ ৯০ বলে ৪ ছক্কা ও ৯ চারে ৮৪ রানের ইনিংস উপহার দেন।

আরিফের ১২ রান পর বিদায় নেন শিহাব। জয় থেকে দুই রান দূরে থাকতে ৪৪ রান করে আউট হন আহরার আমিন। তার ইনিংসটি সাজানো ছিল ৩টি চারে। ভারতের পক্ষে নামান তিওয়ারি ৩টি ও রাজ লামবানি ২টি উইকেট লাভ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।