ঢাকামঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৪
আজকের সর্বশেষ সবখবর

ভোলার ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলুন: তোফায়েল আহমেদ

সত্যের কন্ঠ
জুলাই ১৮, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ
পঠিত: 249 বার
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা সদর আসনের এমপি সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আর পাঁচ মাস পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোলার চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  নির্বাচনের আগে ভোলার ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

আজ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেছেন,  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ এখন মর্যাদাশালী দেশ। এখন আমরা উন্নয়নশীল দেশে রুপান্তরীত হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন,  ভোলাতে অনেক উন্নয়ন হয়েছে। এখন একটা কাজ বাকি আছে সেটা হলো ভোলা-বরিশাল ব্রিজ। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশআল্লাহ ভোলা-বরিশাল ব্রিজও একদিন দেখতে পাবেন। তিনি বলেন, পদ্মা সেতু হয়েছে।  ভোলা-বরিশাল ব্রিজ হলে ঢাকা থেকে  ৪/৫ ঘণ্টায় ভোলায় আসতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।