ঢাকাসোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৮
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার এক মাসের মধ্যে হবে: উপদেষ্টা শারমীন

সত্যের কন্ঠ
এপ্রিল ৬, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
পঠিত: 11 বার
Link Copied!

মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, এ ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজ করছে। রোববার (৬ এপ্রিল) সকালে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই মামলার বিচার নিয়ে সরকার অত্যন্ত আন্তরিক। মামলার বিচারকাজ দ্রুত শেষ করার ব্যাপারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সার্বক্ষণিক নজর রাখছে। আইন মন্ত্রণালয় বিষয়টি আরও নির্দিষ্ট করে বলতে পারবে। তবে দ্রুত বিচারের জন্য আমরা চাপ অব্যাহত রেখেছি।

এবারের ঈদ ভিন্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, জুলাই-আগষ্টের আহত পরিবারগুলোর সাথে ঈদ করেছি। একজন মানবাধিকার কর্মী হলেও এবার ১৮ কোটি মানুষের সাথে ঈদ করেছি। যা বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।