ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

মেক্সিকোর পানশালায় বন্দুক হামলায় নিহত ১০

সত্যের কন্ঠ
নভেম্বর ১১, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ
পঠিত: 21 বার
Link Copied!

মেক্সিকোর মধ্যাঞ্চলের শহর কোয়েরেতারোর একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোয়েরেতারোর পাবলিক সিকিউরিটি বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুসকা জানান, হামলাকারীরা শহরের ঐতিহাসিক অঞ্চলের লস ক্যান্টারিটোস পানশালায় গুলি চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, ‘জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছে যে অন্তত চারজন বন্দুকধারী একটি পিকআপ ট্রাকে করে পানশালায় আসে। এ পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আরও সাতজন আহত হয়েছেন।’

ফেরুসকা আরও জানান, সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।