ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৫
আজকের সর্বশেষ সবখবর

যশোরের ঘোড়াগাছা গ্রামে আফিল লেয়ার মুরগির ফার্মে অগ্নিকাণ্ড

সত্যের কন্ঠ
এপ্রিল ১৮, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ
পঠিত: 21 বার
Link Copied!

নিজস্ব প্রতিনিধি, আনোয়ার হোসেন:

যশোরের ঘোড়াগাছা গ্রামের আফিল লেয়ার মুরগির ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

শুক্রবার দুপুর ২টা ৩০ মিঃ এর  দিকে অগ্নিকাণ্ডের পর বিকেল  চার টা ৩০মিঃ দিকে তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এতে প্রায় ৪৪ হাজার মুরগি পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কম্যকর্তারা। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছেন তারা।

 


যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামে অবস্থিত এই আফিল মুরগির ফার্মটি অবস্থিত।

ফার্মটির ম্যানেজার মফিজ উদ্দিন জানান, খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং মনিরামপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেনর।

অগ্নিকাণ্ডে ফার্মটির একটি সম্পূর্ণ শেড পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪৪ হাজার মুরগি ছিলো। এছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম এবং মুরগির প্রসেসিং-এর স্বয়ংক্রিয় মেশিনও সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

ফার্মের মালিক শেখ আফিল উদ্দিন যশোর ৮৫/১ সাবেক সংসদ সদস্য। বর্তমানে তিনি পলাতক আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।