ঢাকামঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৯
আজকের সর্বশেষ সবখবর

“র‌্যাব-১৪ কর্তৃক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ৭, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
পঠিত: 7 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মামলা নং-৬(১১)১৪, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) সারণির ১(ক), জিআর-১১২৭/১৪ এর সাজাপ্রাপ্ত আসামী মোঃ আঃ করিম (৩৮)‘কে গ্রেফতারের লক্ষ্যে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ গোয়েন্দা তৎপরতা শুরু করে।

উক্ত সাজাপ্রাপ্ত আসামী ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন কলেজ রোড মীরবাড়ী এলাকায় অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল ২০২৫ ইং রাত আনুমানিক ৯:২০ মিনিটের সময় সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি অভিযানিক দল ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন কলেজ রোড মীরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আঃ করিম (৩৫), পিতা-মৃত মনু মিয়া, সাং-৩৫ নং কলেজ রোড মীরবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী‘কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।