পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন খুব শিগগিরই গেজেট আকারে প্রকাশিত হবে। এই আইন শব্দদূষণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দৃঢ় আইনগত ভিত্তি তৈরি করবে। আইনটি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দ্রুত প্রকাশের জন্য প্রস্তুতি চলছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে শব্দদূষণ নিয়ন্ত্রণে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সেখানে তিনি এ তথ্য তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এমনকি ভারতের সঙ্গে বন্ধুত্ব ঠিক রাখতে হলেও। রাজনৈতিক কারণে দুই দেশের সম্পর্কে যে কালো মেঘ দেখা দিয়েছিল, তা বৃহত্তর স্বার্থে সরাতে হয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, “রাজনীতিবিদরা যদি রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিতে পারেন, তবে গত ৫৩ বছরে তা কেন করেননি? প্রয়োজনীয় সংস্কার শেষ করার পর প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।”