মনির হোসেন বেনাপোল:
যশোরের শার্শা উপজেলায় পুলিশের অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ নূর হাসান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার(২৩ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে শার্শা উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক নূর হাসান যশোর কোতোয়ালি থানার রামনগর (মুড়লী) এলাকার নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে থানার এসআই হযরত আলী ও এএসআই নাজিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা উপজেলা পরিষদের সামানে অভিযান চালিয়ে নূর হাসানকে ১০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে এম রবিউল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।