ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:২২
আজকের সর্বশেষ সবখবর

“শীর্ষ সন্ত্রাসী ৯ টি মামলার আসামি সোহাগ ডেঞ্জার সোহাগকে গ্রেফতার করেছে র‌্যাব-৬”

সত্যের কন্ঠ
এপ্রিল ১৯, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ
পঠিত: 9 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
মামলার এজাহার পর্যালোচনায় জানা যায় যে, মামলার ভিকটিম যশোর জেলার সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জামাল হোসেনের ছেলে রানা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতো। পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও তার অংশগ্রহণ ছিল।বিভিন্ন বিষয় নিয়ে যশোরের শীর্ষ সন্ত্রাসীরা তার প্রতি ক্ষুব্ধ ছিল। যশোরের শীর্ষ সন্ত্রাসী ম্যানসেল, সোহাগসহ অন্যান্য আসামিদের সাথে ভিকটিম রানার বিরোধের সৃষ্টি হয় এবং রানাকে হত্যার হুমকিও দেয় তারা। ২০১৮ সালের ২৯ জানুয়ারি দুপুরের দিকে রানা যশোর শহর থেকে ষষ্টিতলা এলাকায় পৌঁছানো মাত্র পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা রানাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পরবর্তীতে এ ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামি সোহাগ ডেঞ্জার সোহাগ ছয় মাস জেল হাজতে থাকার পরে জামিনে মুক্তি পেয়ে নিজেকে আত্মগোপন করলে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। উক্ত পরোয়ানা মূলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি অভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বলাডাংগা এলাকায় অভিযান পরিচালনা করে যশোরের শীর্ষ সন্ত্রাসী হাসান আলী সোহাগ ডেঞ্জার সোহাগ (৩১), পিতা- শেখ ধলু মিয়া, সাং- বলাডাংগা (আশ্রমরোড), থানা-কোতয়ালী, জেলা- যশোরকে আটক করে।

উল্লেখ্য যে, আসামি সোহাগ ডেঞ্জার সোহাগের বিরুদ্ধে বর্তমানে হত্যা ১ টি, ডাকাতি ১ টি, অস্ত্র ১ টি, বিস্ফোরক ১ টি, হত্যা চেষ্টা ২ টি ও মাদক ৩ টি সহ মোট ৯ টি মামলা বিচারাধীন রয়েছে এবং এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।