গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিকের ১০৩ কোটি টাকা দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
হাইকোর্টের রায়ে বলা হয়, গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মী শ্রমিককল্যাণ তহবিল ও শ্রমিক অংশগ্রহণ তহবিল থেকে মুনাফা পাওয়ার অধিকারী বলে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া রায় আইনগত কর্তৃত্ববহির্ভূত। এদিকে, আইনজীবীরা জানিয়েছেন শ্রমিকরা চাইলে শ্রম আদালতে গিয়ে মামলা করতে পারবেন।
গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ পরিশোধ করতে গত ৩ এপ্রিল রায় দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। পরে সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস।