ঢাকাশনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২৪
আজকের সর্বশেষ সবখবর

‘সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে’

সত্যের কন্ঠ
এপ্রিল ২৫, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
পঠিত: 3 বার
Link Copied!

সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদ হতে পারে। সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব।

তিনি আরও বলেন, কোন পরাশক্তির কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ যেনো ঝুঁকে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এসময়, রাজনৈতিক দলগুলোকে ঐক্য বজায় রেখে গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রাখার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।