ঢাকাশুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৭
আজকের সর্বশেষ সবখবর

“হত্যা মামলার ২ জন পলাতক আসামী র‌্যাব-৭ কর্তৃক গ্রেফতার”

সত্যের কন্ঠ
এপ্রিল ২৪, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
পঠিত: 16 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
২৩ এপ্রিল ২০২৫ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-৯, সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন খাদিমনগর এবং চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আলোচিত মানিক হত্যা মামলার আসামী মোঃ নয়ন এবং কোতোয়ালী থানার হত্যা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ আমির হোসেন র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ
ক।র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাল মামলা নং-২২ তারিখ ১৮ মার্চ ২০২৫ইং ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় আসামী মোঃ নয়ন সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমানিক ১১:১০ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-৯, সিলেটের যৌথ অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নয়ন (৩২) পিতা- মোঃ হাসন, সাং- মাহাতা, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত আয়াত নিজ নাম ঠিকানা প্রকাশ করে এবং সূত্রে বর্ণিত মামলায় ২নং এজাহারনামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে।


খ।র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার মামলা নং ১৮ তারিখ ৯ এপ্রিল ২০২৫ ইং ধারাঃ ২০১৮ সনের সড়ক পরিবহন আইন ৯৮/১০৫ মামলার সন্দিগ্ধ পলাতক আসামী মোঃ আমির হোসেন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখে আনুমানিক ৫:২০ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আমির হোসেন (৩১), পিতা-আবু বকর ছিদ্দিক, সাং-দানা মিয়ার বাজার, থানা- নোয়াখালী সদর, জেলা- নোয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার সন্দিগ্ধ পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।