ঢাকাশুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:১৫
আজকের সর্বশেষ সবখবর

২০২৫ সালের হজ প্যাকেজ আজ ঘোষণা

সত্যের কন্ঠ
অক্টোবর ৩০, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ণ
পঠিত: 32 বার
Link Copied!

২০২৫ সালের হজ প্যাকেজ আজ ঘোষণা করা হবে। এর আগে হজের খরচ কমানো নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং ধর্ম উপদেষ্টা আগেই জানিয়েছেন, এবারের হজ খরচ কমবে।

আজ বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

এবার প্রথমবারের মতো দুটি প্যাকেজ থাকবে। একটি প্যাকেজ পবিত্র কাবা শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে অবস্থানকারীদের জন্য, এবং অন্যটি কাবা শরিফ থেকে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থানকারীদের জন্য। উভয় প্যাকেজেই গত বছরের তুলনায় খরচ কমানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মক্কার হারাম শরিফ থেকে দেড় কিলোমিটার দূরে আজিজিয়া এলাকায় মিল রেখে একটি প্যাকেজের নাম ‘আজিজিয়া’ রাখা হচ্ছে। ২০২০ সালে তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত শেখ মো. আবদুল্লাহ এ প্যাকেজ চালুর সিদ্ধান্ত নিলেও করোনার কারণে তা আটকে যায়। দু’বছর বন্ধ থাকার পর ২০২২ সালে হজ পুনরায় শুরু হলেও এ বিষয়ে তেমন আলোচনা হয়নি। তবে ২০২৩ সালে হজের খরচ দেড় লাখ টাকা বাড়ার পর ধর্ম মন্ত্রণালয় নতুন করে এ প্যাকেজ চালুর উদ্যোগ নেয়, যা সে বছর বাস্তবায়িত হয়নি। এবার সরকার সেই প্যাকেজটি ঘোষণা করতে যাচ্ছে।

উল্লেখ্য, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন অংশ নিতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।