আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
৩১ মার্চ ২০২৫ ইং তারিখ আনুমানিক ১২:০৫ মিনিটের সময় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর জেলা হতে ১টি পিকআপ বিদেশী মদের একটি বড় চালান নিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে কাপাসিয়ার দিকে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জিএমপি গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা হতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ শোয়াইব(২৪)(চালক), পিতা-মৃত রুহুল আমীন, গ্রাম- চকপাড়া নালিতাবাড়ী, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুর, ২) মোঃ শাহিন মিয়া(২৫), পিতা- মোঃ আঃ ওহাব আলী, গ্রাম-সমুতচড়া পশ্চিম, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুর এবং ৩) মোঃ রানা(২৪), পিতা- মোঃ মজিবর মিয়া, গ্রাম-মরিচপুরান রিফুজীপাড়া, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুরদের’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩১৬ বোতল (২১০ লিটার) বিদেশী মদ, ৪ টি মোবাইল ফোন, ১টি পিকআপ এবং নগদ ৩০২০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদের’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।