ঢাকাশুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৮
আজকের সর্বশেষ সবখবর

তামিমের সঙ্গে ঝামেলা নিয়ে এবার মুখ খুললেন মালান

সত্যের কন্ঠ
জানুয়ারি ২১, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

রোববার (১৯ জানুয়ারি) চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল রান আউট হন। এ ঘটনার পর ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানের সঙ্গে ঝামেলার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তামিম সোমবার (২০ জানুয়ারি) তার ফেসবুক পেজে জানান, মালানের সঙ্গে তার কোনো ঝামেলা হয়নি।

মালানও পরে বরিশালের অধিনায়কের বক্তব্যকে সমর্থন করেন। তিনি বলেন, তামিমকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করা অনেকের অভ্যাস। তবে টিভি স্ক্রিনে দেখা উত্তেজনা কার সঙ্গে ছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার ঘোষণার পর থেকেই তামিম আলোচনায় ছিলেন। চলমান বিপিএলে তাকে ঘিরে সমালোচনাও হচ্ছে। ইদানীং তাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে। তিনি অল্পতেই রেগে যাচ্ছেন এবং কারও সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন। এবারের বিপিএলে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং ঢাকা ক্যাপিটালস ও জাতীয় দলের সতীর্থ সাব্বির রহমানের সঙ্গে তার অস্বাভাবিক আচরণও বেশ আলোচনা সৃষ্টি করেছে।

হেলসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ডিমেরিট পয়েন্ট পেলেও তামিম দাবি করেছেন, হেলস ইকবাল হোসেন ইমনকে অপব্যবহার করেছিলেন। তবে সাব্বির ইস্যুতে তিনি এখনও চুপ। মালানের সঙ্গে রান আউট নিয়ে ভুল-বোঝাবুঝির পর দু’জনের উত্তপ্ত আচরণ মাঠে দেখা যায়, যা গণমাধ্যমে খবর হয়ে আসে।

এ বিষয়ে তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন, মালানের সঙ্গে কোনো সমস্যাই হয়নি।

মালানও সোমবার (২০ জানুয়ারি) বরিশালের টিম হোটেলে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে সাক্ষাৎকারে পুরো বিষয়কে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি একদমই মিথ্যা। তামিম কিছু বলেনি। আমি হাত তুলে সরি বলেছিলাম, এরপর তামিম চলে যায়। আমাদের মধ্যে কোনো ইস্যু নেই। মিডিয়া হয়তো তামিমকে ঘিরে গল্প বানাতে চায়। হয়তো তাকে নিয়ে কিছু হলে সেটা ভালো হেডলাইন হয়। মানুষ তাকে সবসময় বিপদে ফেলতে চায়।”

মাঠে কার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন, এ প্রশ্নে মালান বলেন, “আমি এ বিষয়ে কথা বলতে চাই না। মাঠের ঘটনাই মাঠে থাকা উচিত। ম্যাচ শেষে হাত মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত। তবে কেন সবসময় একজনের নাম আসে, সেটাও প্রশ্নের দাবি রাখে। সবাইকে আরও সহনশীল হওয়া দরকার।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।