ঢাকাশুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৮
আজকের সর্বশেষ সবখবর

শতকোটি ডলারের পুরস্কার; মূল বিশ্বকাপের দ্বিগুন প্রাইজমানি ক্লাব বিশ্বকাপে

সত্যের কন্ঠ
মার্চ ৭, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে প্রতিটি মহাদেশ বা কনফেডারেশনের চ্যাম্পিয়ন দলের সঙ্গে আয়োজক দেশের একটি দল নিয়ে। এবারই প্রথম ছয় মহাদেশ থেকে খেলবে ৩২ দল। বড় পরিসরে অনুষ্ঠিত এবারের ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি হবে ১০০ কোটি ডলার। যা সবশেষ কাতার বিশ্বকাপের প্রাইজমানির দ্বিগুনেরও বেশি। সেবার ৪৪ কোটি ডলার প্রাইজমানি দিয়েছিল ফিফা।

বৃহস্পতিবার (৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আসন্ন ক্লাব বিশ্বকাপের প্রাইজমানির ঘোষণা দেয় ফিফা। নতুন মডেলের এই আসরে অংশ নেবে সারা বিশ্বের ৩২টি ক্লাব। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর থেকে আয় হবে ২০০ কোটি ডলার।

ফিফা জানিয়েছে, আয়কৃত অর্থের পুরোটাই ভাগ করে দেয়া হবে ক্লাবগুলো মধ্যে। দেয়া হবে পারফরমেন্স ফি। পাশাপাশি ২০২৮ সাল থেকে নারী ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে ফিফা।

উল্লেখ্য, আগামী ১৪ জুন আসরের উদ্বোধনী ম্যাচে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।