মো: জায়েদ হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে শিশুটির নিজ ঘরে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সালাউদ্দিন (৫) ওই গ্রামের সোলায়মান ফকিরের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটির পিতা রাজধানী ঢাকা থাকেন। প্রতিদিনের মতো শনিবার সকালে শিশুটির মা রূপা বেগম শিশু ছেলে সালাউদ্দিনকে তার বৃদ্ধ নানীর কাছে রেখে কাজের জন্য বাহিরে যায়। বেলা ১ টার দিকে রূপা ঘরে ফিরে দেখেন সোলার বিদ্যুতের এক খন্ড বিচ্ছিন্ন তারের এক প্রান্ত সালাউদ্দিনের হাতে জড়ানা ও অপর প্রান্ত বিদ্যুতের সুইচ বোর্ডের সকেটের ভিতর ঢোকানা অবস্থায় সামনের বারান্দায় ফ্লোরে পড়ে আছে শিশু সালাউদ্দিন।
এসময় রূপা ডাক চিৎকার করে শিশুটিকে উদ্ধার করে স্বজন ও স্থানীয়দের সহোযোগিতায় দশমিনা উপজলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদা নাসরিন শিশুটিকে মৃত ঘোষনা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, এ ব্যপারে এখনও লিখিত সংবাদ পাইনি। লিখিত সংবাদ পেলে লাশের সুরতহাল করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।