ঢাকামঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

আবারও বিয়ে করেছেন সানি লিওন

সত্যের কন্ঠ
নভেম্বর ৫, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
পঠিত: 34 বার
Link Copied!

বলিউড অভিনেত্রী ও একসময়ের পর্ন তারকা সানি লিওন আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ১৩ বছরের দাম্পত্য জীবনের পর স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এই নতুন বিয়ের ছবি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে।

মালদ্বীপে সমুদ্র সৈকতে সাজানো বিয়ের আসরে, তিন সন্তান নিশা, নোয়া ও আশেরের উপস্থিতিতে সানি ও ড্যানিয়েল আবারও “আই ডু” বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সানি ও ড্যানিয়েল চেয়েছিলেন তাদের সন্তানরা বড় হলে, বিয়ের মতো প্রতিষ্ঠানের গুরুত্ব বুঝতে পারবে। তাই প্রথম বিয়ের ১৩ বছর পর তারা নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন।

সানি লিওন অনেক আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে এনেছেন, কিন্তু তার অতীত যেন তাকে ছাড়তে চায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি অভিমানের সুরে জানান, তার মা এখনও তাকে ঘৃণা করেন। মার্কিন একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সানি বলেন, “আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু পর্ন দুনিয়ায় পা রাখার সময় আকর্ষণীয় একটি নাম নিতে বলা হয়, আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তখন থেকেই আমার নাম হয় সানি লিওন।”

তিনি আরও জানান, “এই নামের কারণে তার মা তাকে সহ্য করতে পারেন না; বরং একপ্রকার ঘৃণা করেন।” পর্ন জগত থেকে সানি প্রথমে ভারতের “বিগ বস” রিয়ালিটি শো-তে আসেন এবং পরে মহেশ ভাটের নজরে পড়ে “জিসম ২” সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন। তবে সিনেমা করেও পর্ন তারকার তকমা তার পিছু ছাড়েনি, বরং অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে।

অবশেষে অনুরাগ কাশ্যপের “কেনেডি” সিনেমায় সানি নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন। তার অভিনীত “কেনেডি” সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, যা তার নতুন এক অধ্যায়ের সূচনা বলেই মনে হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।