ঢাকামঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫২
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল

সত্যের কন্ঠ
নভেম্বর ৮, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ
পঠিত: 47 বার
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ১ মিনিট ৪৩ সেকেন্ড দৈর্ঘ্যের, যেখানে দেখা যায় একদল আওয়ামী লীগ সমর্থক আসিফ নজরুলকে ঘিরে রেখেছেন এবং উত্তেজিত ভাষায় তার সাথে তর্ক করছেন। তারা বারবার জিজ্ঞাসা করছেন, ‘আপনি মিথ্যা বলেছেন।’

ভিডিওতে আসিফ নজরুলকে বলতে শোনা যায়, ‘আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?’ এসময় হেনস্তাকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন।

সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের সূত্র জানায়, আসিফ নজরুল আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি ও সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বৃহস্পতিবার দেশে ফেরার জন্য জেনেভা বিমানবন্দরে পৌঁছান। দূতাবাসের প্রটোকল অনুযায়ী তিনি গাড়িতে সেখানে পৌঁছান।

বিমানবন্দরে গাড়ি থেকে নামার পরপরই একদল লোক তাকে ঘিরে ধরে। উপদেষ্টা বিমানবন্দরে প্রবেশের আগে পর্যন্ত তারা তাকে বিরক্ত করে।

সুইজারল্যান্ডের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে ঘিরে ধরা ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক ছিলেন। সেসময় সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।