ঢাকামঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৯
আজকের সর্বশেষ সবখবর

বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা

সত্যের কন্ঠ
নভেম্বর ২০, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
পঠিত: 42 বার
Link Copied!

টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর নারী ফুটবল দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই ঘোষণার ২০ দিন মধ্যেই পুরস্কারের অর্থ বুঝে পেয়েছেন ফুটবলাররা।

 

মঙ্গলবার (২০ নভেম্বর) নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং নারী ফুটবলের দলের ম্যানেজার মাহমুদা আক্তার।

 

সর্বপ্রথম ক্রীড়া মন্ত্রণালয় থেকে ঘোষিত ১ কোটি টাকা পুরস্কারের অর্থ বুঝে পেয়েছিলেন সাবিনারা। এবারে সেই তালিকায় যোগ হলো বিসিবি। তবে বাফুফের ঘোষিত দেড় কোটি টাকা এখনও বুঝে পাননি সাফজয়ীরা।

 

বাফুফের পর নারী ফুটবলার জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ সেনাবাহিনী।

 

অন্যদিকে দীর্ঘদিন ঘরে বাংলাদেশ নারী ফুটবলে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। তাই নারী ফুটবলারদের সম্মাননা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত রোববার বাফুফে ভবনে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে সাফ কন্টিনজেন্টের ৩২ সদস্যকে ফ্রিজ উপহার দিয়েছে ওয়ালটন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।