ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২১
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলে নেতানিয়াহুর বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ

সত্যের কন্ঠ
নভেম্বর ১৭, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
পঠিত: 16 বার
Link Copied!

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বোমাগুলো বাড়ির বাগানে পড়ে। রোববার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বোমা নিক্ষেপের সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিংবা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না, এবং এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ লিখেছেন, “এ ঘটনা সমস্ত সীমা লঙ্ঘন করেছে।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরান এবং তার প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছেন, যারা তাকে হত্যার চেষ্টা করছে।

এ ঘটনার পর তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এদিকে, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও এক্সে দেয়া এক পোস্টে ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।