নির্বাচন কমিশনের (ইসি) কাছে অগাধ ক্ষমতা থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, সংবিধান ও আদালতের মাধ্যমে নির্বাচন কমিশনকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এসব ক্ষমতার প্রয়োগে নানা সমস্যা রয়েছে, যা দূর করা প্রয়োজন।
বুধবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সচিব শফিউল আজিমের নেতৃত্বে ইসির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা জানান তিনি।
ড. মজুমদার বলেন, আমরা ইসির সচিবসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছি। তারা অতীতে নির্বাচন পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তাদের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি, কোন বিষয়ে গুরুত্ব দেওয়া এবং অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন। খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন এবং সেসব বিষয়ে লিখিত প্রস্তাব দেবেন।
তিনি আরও বলেন, আইন-কানুন ও বিধি-বিধান শক্তিশালী করা এবং কমিশনের কার্যকারিতা বাড়ানোর ব্যাপারে পরামর্শ এসেছে। মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই যাতে আরো দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।
ড. বদিউল আলম মজুমদার বলেন, একটি স্পষ্ট বিষয় হলো আমাদের আইন ও বিধির কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা দূর করতে হবে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো ক্ষমতার প্রয়োগ।
তিনি আরও বলেন, সংবিধান ও আদালতের মাধ্যমে নির্বাচন কমিশনকে অন্তর্নিহীত ক্ষমতা দেওয়া হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ে বলা হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার স্বার্থে কমিশন বিদ্যমান বিধি-বিধানে প্রয়োজনীয় সংযোজন করতে পারে। তবে এত বিশাল ক্ষমতা থাকা সত্ত্বেও এর প্রয়োগে ঘাটতি রয়েছে, যা অবশ্যই সমাধান করতে হবে।