মো:জায়েদ হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় আয়রন সেতু ভেঙ্গে অতিরিক্ত পণ্য বোঝাই একটি অবৈধ ট্রলি খালে পড়েছে। এতে ট্রলিটির চালক আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (১২ জানুয়ারী) সকাল ৬টার দিকে বোঝাই পণ্যসহ প্রায় সাড়ে চার টন ওজন নিয়ে একটি অবৈধ ট্রলি উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী-জাফরাবাদ-জমির মৃধা গ্রামীণ পাকা সড়কের ওপর সেতুটি পার হওয়ার চেষ্টা করে। এ সময় অতিরিক্ত ওজন সামলাতে না পেরে বিকট শব্দে পণ্য বোঝাই ট্রলিটি নিয়ে খালের মধ্যে ভেঙ্গে পড়ে সেতুটি। এ ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল ও যোগাযোগ বন্ধ রয়েছে।
জানা যায়, গ্রামীণ সড়কের ওই সেতুটি রিক্সা, অটোরিক্সা, মোটর সাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন প্রকার হালকা যানবাহন চলাচলের উপযোগী হলেও প্রতিদিন ভারী নির্মাণ সামগ্রী বোঝাই প্রায় ১০-১৫টি অবৈধ ট্রলি এটির ওপর দিয়ে অবাধে চলাচল করে। এছাড়া প্রায় দুই যুগ আগে নির্মিত সেতুটি দিয়ে পণ্য বোঝাই ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালকদের দৃষ্টি আকর্ষণ করে সেতুর দুই পাড়ে কোনো লিখিত নির্দেশনা প্রদর্শন করেননি।
স্থানীয়রা জানান, সেতুটি দ্রত মেরামত বা নির্মাণ না করা হলে দুই গ্রামের প্রায় সাত হাজার মানুষের সড়কপথে উপজেলা সদরের সাথে যোগাযোগে ব্যাপক ভোগান্তি হবে। দ্বিগুণ পথ ঘুরে উপজেলা সদরে যেতে হবে। এছাড়াও প্রাথমিকের ও এবতেদায়ী মাদ্রাসার অসংখ্য শিশু শিক্ষার্থীদের পোহাতে হবে চরম ভোগান্তি।
দশমিনা উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মকবুল হোসেন বলেন, সেতুটিতে হালকা যানবাহন চলবে। ওটায় কোনো ট্রলি ওঠার কথা না। আমাদের কাছে ট্রলি কর্তৃপক্ষ জিজ্ঞেস করে ওঠে নাই। যারা সেতুটি ভেঙ্গেছে তারাই এটি ঠিক করবে।