ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি : রিজভী

সত্যের কন্ঠ
নভেম্বর ১২, ২০২৪ ১:২৫ অপরাহ্ণ
পঠিত: 10 বার
Link Copied!

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর সিদ্ধান্ত সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ইতিহাসে যার যতটুকু অবদান আছে, তা স্বীকার করা প্রয়োজন।

মঙ্গলবার (১২ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবের গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো অবদান নেই। তিনি উল্লেখ করেন, “আপনারা শেখ হাসিনার দুঃশাসন মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন, কিন্তু আমরা তা মোকাবিলা করেছি।”

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে ও প্রাণ হারিয়েছে, চিকিৎসকরা রাত জেগে তাদের চিকিৎসা করেছেন। তিনি প্রশ্ন করেন, “আপনাদের (উপদেষ্টা ও সচিব) মধ্যে কতজন হাসপাতালে গিয়েছেন?” তিনি বলেন, আমরা আপনাদের চিনে রাখছি; আপনারা শেখ হাসিনার সহযোগী এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে পদে বসছেন।

রিজভী বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করেন এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করেন। যদিও ৬০-এর দশকে তিনি স্বাধিকার আন্দোলন করেছিলেন এবং মানুষ তাকে সমর্থন করেছিল, স্বাধীনতার যুদ্ধে তার ভূমিকা ছিল না। স্বাধীনতার ঘোষণাদাতা ছিলেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যা ও গুমের মতো কর্মকাণ্ড চালিয়েছে।

রিজভী উল্লেখ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি সরিয়েছিলেন। পরে, ৭ নভেম্বরের সিপাহি বিপ্লবের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ছবি পুনঃস্থাপন করেছিলেন। তিনি বলেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ … বঙ্গবন্ধুর ছবি সরিয়েছেন, যা সঠিক হয়নি।

রিজভী বলেন, “ইতিহাস বিচার করবে কে কী অবদান রেখেছে, আর এই বিচার করবে জনগণ। আমাদের জাতীয় জীবনে যার যতটুকু অবদান আছে, তা স্বীকার করা উচিত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।