পুরাতন বাণিজ্যমেলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই মাঠে একসাথে এক লাখ ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার (৩০ মার্চ) সকালে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের প্রথম জামাত শুরু হবে। নারী-পুরুষ সবাই ঈদ জামাতে অংশ নিতে পারবেন। ঈদ জামাত শেষে সকাল ৯টায় মিছিল শুরু হবে। মিছিলটি পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয়ে সংসদ ভবনে গিয়ে শেষ হবে। মিছিলের সামনে ও পেছনে ২০টির মতো ঘোড়ার গাড়ি থাকবে। এর মাধ্যমে ঢাকার ৪০০ বছরের ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, ঈদ জামাতে নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এ সময় কাউকে অনাকাঙ্ক্ষিত পতাকা না নিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠে দুইদিনব্যাপী ঈদ মেলার আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মেলায় ২০০টির মতো স্টল থাকবে।