ঢাকাশুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০০
আজকের সর্বশেষ সবখবর

” বিপুল পরিমাণে অননুমোদিত বিদেশী মদ ও বিয়ারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১”

সত্যের কন্ঠ
এপ্রিল ২৪, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি:
২৪ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ৯:০০ টার সময় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দি টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড নামক রেস্টুরেন্ট বিপুল পরিমাণ অবৈধ এবং অননুমোদিত বিদেশী মদ গোপনে গুদামজাত করছে। একইসাথে রেস্টুরেন্টটি টাইগার বার নাম ব্যাবহার করে পূর্ণাঙ্গ বারের মত লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সুত্রে জানা যায় উক্ত বারে বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপ হয়। তাদেরকে স্থানীয় জনগণ বিভিন্ন সময় বাধা প্রদান করলে তারা হামলার শিকার হন।

সকল অভিযোগ বিবেচনা করে র‍্যাব-১ এর একটি অনুসন্ধনী দল তদন্ত শুরু করে এবং বিভিন্ন অসংগতির প্রমাণ পেয়ে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার পূর্বে তাদের কাছে বার লাইসেন্স সংক্রান্ত দলিল চাওয়া হলে বারের ম্যানেজার, ক্যাশিয়ার এবং কর্মচারীরা আত্মগোপন করে। পরবর্তীতে তাদেরকে বারের একটি গোপণ কক্ষ থেকে আটক করা হয়। সার্বিকভাবে প্রতিষ্ঠানটিতে টাইগার বার নামে নিবন্ধিত কোন দলিল পাওয়া যায় নি। রেষ্টুরেন্টটি বেআইনীভাবে নামটি ব্যাবহার করে দীর্ঘদিন যাবত বার ব্যাবসা এবং অসামাজিক কার্জকলাপ পরিচালনা করছে বলে তথ্য পাওয়া যায়। উক্ত রেস্টুরেন্টে গত ৩১ মার্চ বিভিন্ন অসঙ্গতির জন্য মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃক জরিমানা করা হয়।পরবর্তীতে অভিযান চালিয়ে রেষ্টুরেন্টের ২য় তলা, ৩য় তলা এবং ৪র্থ তলায় সর্বমোট ৪ টি গোপন স্টোর পাওয়া। গোপণ স্টোরগুলো থেকে বিপুল পরিমাণ অননুমোদিত বিদেশী মদ এবং বিয়ার জব্দ করা হয়।

উদ্ধার: মোট বিয়ার+মদ=২৫৭৯.২৫ লিটার (৫৫১৪ বোতল+ক্যান)
বিয়ার=১৩৯২ লিটার (৪২২০ বোতল+ক্যান)
বিদেশী মদ=৯৩৬.৭৫ লিটার (৯৬০ বোতল)
দেশী মদ=২৫০.৫ লিটার (৩৩৪ বোতল)
যার আনুমানিক মূল-৩,৫৫,২০,০০০/-টাকা।
নগদ-৪,৪৫,৮২০/- টাকা
ল্যাপ্টপ-৩টি
মোবাইল ফোন-৩টি

গ্রেফতার :
০১) কামাল হোসাইন (২৬),
০২) মোঃ আলাল শেখ আল আমিন (৩১),
০৩) শুভ্র আন্তনী পীরিজ শুভ্র (৩৪) এবং
০৪) লিটু দেবনাথ (২৬)
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।