ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের

সত্যের কন্ঠ
নভেম্বর ১২, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ
পঠিত: 13 বার
Link Copied!

যুক্তরাষ্ট্র সিরিয়ার দুই অঞ্চলে অন্তত ৯টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় দেশটির কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে সংবাদ সংস্থা এপি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো কয়েকটি হামলার প্রতিশোধে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, সিরিয়ায় তারা আইএসআইএসের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে। গত অক্টোবরের শেষ সপ্তাহে সিরিয়ায় বিমান হামলায় ৩৫ জন আইএসআইএস সদস্য নিহত হয়।

ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে মিশন পরিচালনায় অংশীদার বাহিনীকে সহায়তার জন্য সিরিয়ায় প্রায় ৯০০ জন মার্কিন সদস্য রয়েছে। গত ফেব্রুয়ারিতে জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা সদস্য নিহত হয়। এর প্রতিক্রিয়ায় মার্কিন সেনাবাহিনী সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া ঘাঁটিতে আক্রমণ শুরু করে।

উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে হামাসের মিত্র ইরান-সমর্থিত যোদ্ধারা ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।