ঢাকাবুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:০১
আজকের সর্বশেষ সবখবর

“২৮ কেজি গাঁজাসহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ “

সত্যের কন্ঠ
নভেম্বর ১৯, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
পঠিত: 56 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি: গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সাদ্দাম মার্কেটের সামনে ১৯ নভেম্বর ২০২৪ ইং তারিখ সকাল ৪:১৫ মিনিটের সময় র‍্যাবের একটি বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী  নূর আলম (৩৭), পিতা-মোঃ আঃ খালেক, সাং-পশ্চিমগাঁও, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা এবং তার সহযোগী  ফিরোজ মিয়া (৩৩), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-শালিহর, থানা-গৌরিপুর, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় চটের বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে ২৮ কেজি গাঁজা পিকআপে করে ঢাকার অভিমুখে আসার সময় র‍্যাবের একটি অভিযানিক দল যাত্রাবাড়ি থানাধীন সাদ্দাম মার্কেটের সামনে থেকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং তারা অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী ও আশপাশ এলাকা হতে ক্রয় করে নিজ হেফাজতে রেখে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে জানায়।গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।